দিনাজপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে টানা ৬দিন বন্ধ থাকার পর বাংলাদেশের ২য় ব্হত্তম স্থল বন্দর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আজ সকাল ১০টায় ভারত হতে ট্রাক বোঝায় মাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কঠিন লক ডাউনের মাঝেও স্বাস্থ্য বিধি মেনে ৬দিন বন্ধ থাকার পর আজ ২৫/০৭/২১ইং হতে যথারীতি পন্য আমদানী রপ্তানী কার্যক্রম চালু হয়েছে বলে জানিয়েছেন।হিলি আমদানি ওরপ্তানী কারক গ্রুপের সভাপতি উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। হিলি স্থল বন্দর পানামা পোর্ট লিংক লিঃ জনসংযোগ কর্মকর্তা প্রতাপ মল্লিক বলেন কঠোর লক ডাউনের মাঝে দেশের অভ্যন্তরে জরুরী ভিত্তিতে পন্য খালাস করে স্বাস্থ্য বিধি মেনে পন্য পৌছে দেওয়া হচ্ছে