আজ ৫ আগস্ট, ২০২১ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, রংপুর এর উদ্যোগে অনলাইন প্লাটফর্মে আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১ঃ৩০ টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর। এ আলোচনা সভায় আরও সংযুক্ত ছিলেন বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ। জেলা প্রশাসক, রংপুর মোঃ আসিব আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জীবনী বিষয়ে স্মৃতিচারণ করেন এবং তাঁর কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।