গোর-এ-শহীদ বড় ময়দানের ঈদগাহ। দিনাজপুরের ঐতিহাসিক এ ঈদগাহ ময়দানটি উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ। দৃষ্টিনন্দন ও নান্দনিক বিশাল ঈদগাহ মিনার নির্মাণ করা হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে।
রেলওয়ে বিভাগের তথ্য অনুযায়ী, ঈদের দিন সকাল ৬ টায় পার্বতীপুর থেকে একটি বিশেষ ট্রেন ছাড়বে। ঈদের নামাজের পর ট্রেনটি সকাল ৯ টা ১৫ মিনিটে পার্বতীপুরের উদ্দেশে দিনাজপুর ত্যাগ করবে। আরেকটি বিশেষ ট্রেন ঈদের দিন ভোর ৫ টায় ঠাকুরগাঁও স্টেশন থেকে ছাড়বে। ঈদের নামাজ শেষে সকাল সাড়ে ৯ টায় ট্রেনটি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে দিনাজপুর ত্যাগ করবে।
উল্লেখ্য, দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে সকাল ৯ টায় ঈদুলফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।