মোহাম্মদ শরীফ উদ্দিন পুলিশ সুপার, ডিএসবি, রংপুর নিশ্চিত করে জানান।
গত ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় রংপুর জেলা ডিবি’র এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন ৫ নং লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ পূর্ব ইচলী গ্রামের জনৈক আরিফুলের হার্ডওয়্যার দোকানের সামনে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর কাকিনা থেকে আসা
বিজ্ঞাপন
একটি অটোবাইক আটক করে বিধি মোতাবেক তল্লাশিকালে পিছনের সীটে বসা যাত্রীবেশী মাদক কারবারি মোঃ রবিউল ইসলাম ওরফে শেখ ফরিদ (২২), পিতা- শেখ ইদ্রিস আলী শফিক, সাং- উত্তর জাওরানী, শ্রী কৈলাস চন্দ্র (১৯), পিতা-বিশ্বনাথ রায়, সাং-দক্ষিণ জাওরানী, উভয়ের থানা-হাতীবান্ধা, জেলা লালমনিরহাটদ্বয়ের পরিহিত শার্টের নিচে কোমরের উপরে শরীরের সাথে নীল স্কচটেপ দিয়ে প্যাঁচানো এক কেজি করে দু’জনের কাছ থেকে ২ কেজি গাঁজা বিশেষ কায়দায় রক্ষিত অবস্থা