মোহাম্মদ শরীফ উদ্দিন পুলিশ সুপার, ডিএসবি, রংপুর নিশ্চিত করে জানান যে, গত ০৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ রাত্রী ০১:০৫ ঘটিকায় রংপুর জেলা ডিবি’র এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন ৫ নং লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ পূর্ব ইচলী গ্রামের জনৈক আরিফ হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর কাকিনার দিক থেকে আসা একটি নীল রংয়ের TVS Apache RTR 150cc মোটরসাইকেল বিধি মোতাবেক তল্লাশিকালে চালকের পিছনের সীটে বসা অভিযুক্ত শ্রী আকাশ চন্দ্র রায় (২৫), পিতা- লংকেশ্বর, গ্রাম- আমাশু কুকরুল, থানা- পরশুরাম, রংপুর মহানগর, রংপুর এর দুই উরুর উপর দুই হাত দিয়ে ধরে থাকাবস্থায়
বিজ্ঞাপন
পুরাতন কাগজের কার্টুনের ভিতর ৮ (আট) বোতল বিদেশী মদ (ROYAL STAG SUPERIOR WHISKY) এবং অভিযুক্ত মোটরসাইকেল চালক বিলাশ চন্দ্র রায়(২৬), পিতা- বাবু লাল রায়, গ্রাম- আমাশু কুকরুল, থানা- পরশুরাম, রংপুর মহানগর, রংপুর এর মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি SAMSUNG DUOS মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে। অতঃপর অভিযুক্তদ্বয়কে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত অভিযোগ করেন।
এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।
বিজ্ঞাপন