মোঃ মোস্তফা মিয়া
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি ঃ
রংপুরের পীরগঞ্জে মোটর সাইকেলসহ ২ চোর আটক করেছে পুলিশ।
রবিবার পীরগঞ্জ থানাধীন ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের টহল ডিউটিতে নিয়োজিত এস আই তোজাম্মেল সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটি করা কালীন সময় ভেন্ডাবাড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামের ভবানীপুর জাহাঙ্গীরের চায়ের দোকানের সামনে সন্দেহজনক ঘোরাঘুরির কারনে ২ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সদুত্তোর দিতে না পারায় তাদেরকে মটর সাইকেল সহ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে হয়। জিজ্ঞাসাবাদ করিয়া জানা যায় যে, তারা মটর সাইকেল ছিনতাইকারী। তাদের কাছে একটি লাল রঙ্গের মটর সাইকেল ছিলো উক্ত গাড়ির মালিক মিঠাপুকুর উপজেলার নানকার বাজারের সদুরপাড়ার শাহজাহানের পুত্র হাফিজার রহমান। আটককৃতরা হলেন মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের পুত্র কামরুল ইসলাম (২৮) ও রংপুর মেট্টোপলিটন পরশুরামপুর থানার আমাশু বালাকুমার খটখটিয়া গ্রামের আব্দুর রশিদের পুত্র মোঃ নয়ন মিয়া (২৪)।
লাল রংয়ের মটর সাইকেল, মডেল নং- TVS METRO 100 CC , চেসিস নং- CF5G81861177 , ইঞ্জিন নং-MD625MF57H1G08507 টি ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে আছে।
মোটর সাইকেল মালিকের বর্ণনা অনুযায়ী ইং-০৭/০৮/২০২১ তারিখ রাত্রি অনুমান ১১.৩০ ঘটিকার সময় রাতের খাওয়া শেষে বাদী তার বর্ণনার মটর সাইকেলটি তার পশ্চিম দুয়ারী শয়ন ঘরের বারান্দায় রাখিয়া ঘুমাইয়া পড়ে। ইং-০৮/০৮/২০২১ তারিখ ভোর অনুমান ০৪.৩০ ঘটিকার সময় ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠিয়া ঘরের দরজা খোলার চেষ্টা করিলে দরজা বাহির থেকে লাগানো থাকায় ঘর হইতে চিৎকার করিলে প্রতিবেশী আসিয়া তাহার ঘরের দরজা বাহির হইতে খুলিয়া দিলে বাদী ঘর হইতে বাহিরে আসিয়া দেখে যে, তার ঘরের বারান্দায় থাকা মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।