মোঃ সইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:-
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মুরসেদা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার চন্দনবাড়ী এলাকায় বোদা- দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে চন্দনবাড়ী রাস্তা দিয়ে হাটছিলেন মুরসেদা।
এসময় দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি ট্রাক তাকে ধাক্কাদিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
জানা যায়, নিহত মুরসেদা বেগম বোদা উপজেলার সাকোয়ার জোরপাকুরী এলাকার আবুল হোসেনের স্ত্রী।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালাতক রয়েছে।