ফেরদৌস জয়
মাদক ব্যাবসায়ীরা প্রতিনিয়ত মাদক চোরাচালানে নানা রকম পদ্ধতি অবলম্বন করে থাকে।এবার চায়ের প্যাকেটে গাঁজা পরিবহনের সময় র্যাবের হাতে আটক হয়েছে হাবিব (৩৯) নামে এক মাদক ব্যাবসায়ী।
চায়ের প্যাকেটে মোড়া সাড়ে বারো কেজি গাঁজা সহ হাবিব নামে এক মাদক ব্যাবসায়ীকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর কোতোয়ালি থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সি এন জি তল্লাশী করে চায়ের প্যাকেটে মোড়ানো সাড়ে বারো কেজি গাঁজা উদ্ধার করে।
সেই সাথে মাদক পরিবহনে ব্যাবহৃত সিএনজি জব্দ করা হয়েছে।
র্যাব আরো জানায়,গ্রেফতার হাবিব প্রাথমিক জিজ্ঞেসাবাদে মাদক ব্যাবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব-১৩।