চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে রোববার (৩ মার্চ)। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন। এবারের সম্মেলনে ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ৩৫৬টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্মেলন উপলক্ষে শনিবার ছুটির দিনে সংবাদ সম্মেলন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিন প্রশ্নের উত্তর দিতে পারেননি বিভাগের অফিসাররা। আগামী বুধবার সম্মেলন শেষ হবে।
শনিবার (২ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এতে সাংবাদিকের প্রশ্ন ছিল, ডিসি সম্মেলনের বাজেট কত? এবারের সম্মেলন কততম? এবং ডেপুটি কমিশনারের (ডিসি) বাংলা ‘জেলা প্রশাসক’ হলো কীভাবে? কিন্তু একটি প্রশ্নেরও উত্তর মেলেনি। এ সময় অন্য অফিসারদের সহযোগিতা কামনা করেন মন্ত্রিপরিষদ সচিব। তারাও কেউ প্রশ্নের উত্তর দিতে পারেননি।
সূত্র -কালবেলা