ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরীর মা মারা গেছেন।
রাজধানীর মাটিকাটা এলাকায় নিজের বাসায় পূজার মা ঝর্ণা রায়ের মৃত্যু হয়।
পূজার মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
পূজা নিজেও ফেইসবুকে তার মায়ের মৃত্যুর খবর দিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন।
আব্দুল আজিজ বলেন, “তার (ঝর্ণা রায়) ডায়াবেটিস ছিল। এছাড়া আরও কিছু স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন আন্টি। মাঝে বেশ কিছুদিন হাসপাতালেও ভর্তি ছিলেন। তারপর অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসাতেই তার চিকিৎসা চলছিলো।
পোস্টে পূজা বলেছেন, মাকে হারিয়ে তিনি একা হয়ে গেলেন।
কিছুদিন আগেই ফেইসবুকে মায়ের অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়ে একটি পোস্ট দিয়েছিলেন পূজা চেরি।
চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে কাজ করা পূজা চেরির নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ২০১৮ সালে ‘নূরজাহান’ সিনেমা দিয়ে।