উইমেন ও ই-কমার্স ট্রাষ্ট (উই/WE) এর আয়োজনে সারাদেশে ৬৪ জেলার মত রংপুরেও নারী উদ্যোগক্তাদের সাথে নিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং মজবুত ও পণ্যের পরিচিতি বৃদ্ধির উদ্দেশ্যেকে সামনে রেখে “উই হাটবাজার” মেলার আয়োজন করছে সংগঠনটি।
বিজ্ঞাপন
চলতি মাসের দুইদিন ব্যাপি (৩ ও ৪ এপ্রিল)তারিখে রংপুর নগরীর ধাপ এলাকার আস্থা অডিটোরিয়ামে এই আয়োজন করবে “উই”।
রংপুর জেলার সমস্ত ক্ষুদ্র উদ্যোক্তারা এই মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের হাতে তৈরি পন্য নিয়ে।
বিজ্ঞাপন
‘আমরা নারী, আমরাও পারি’এই বিশ্বাসে বিশ্বাসী ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ই-কমার্স ও অনলাইন ভিত্তিক দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ বিশাল এক দেশীয় পণ্যের প্লাটফর্ম উই”। যেখানে ১৪ লক্ষের বেশী নারী উদ্যোক্তার পদচারণায় রংপুরের নারীরা নিজ হাতে তৈরী পন্যের পসরা নিয়ে আসবেন এই আয়োজনে।
বিজ্ঞাপন
এবিষয়ে রংপুর “উই” প্লাটফর্মের সমন্বয়কারী এলিজা আফরোজ শিউলী বলেন,বর্তমানে নারী উদ্যোক্তারা গতানুগতিক জীবনের বাহিরে এসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে শুরু করে উৎপাদনমুখী উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রকাশ করতে সক্ষম হয়েছে। ফলে দেশের অর্থনীতিতে নারীদের অবদান দিন দিন বেড়েই চলেছে।
‘উই’ডেলিগেশন’ টিমের সহায়তায় উই এখন দেশ ছেড়ে বিদেশের মাটিতেও দেশের ঐতিহ্য ও সংস্কৃতি উপস্থাপন করে যাচ্ছে। রংপুরের উই টিমও পিছিয়ে নেই।
প্রায় ৩০০ জনের সদস্য নিজেদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সমান্তরাল ভাবে কাজ করে যাচ্ছে। মেয়েরা এখন আর পরমুখাপেক্ষী নয়,সব বাঁধা অতিক্রম করে ধন্যবাদ জানাই, উই জননী নাসিমা আক্তার নিশা আপুকে এমন একটি প্লাটফর্ম তৈরি করার জন্য।