1. kamrul391@gmail.com : admin : Md Kamrul Islam Bhorasha
  2. wordpressdefaults@gmail.com : defaults :
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Kamrul Islam Bhorasha : Md Kamrul Islam Bhorasha
রংপুরের পীরগাছায় বেগুন চাষ করে লাভবান হচ্ছেন কৃষক | তিস্তা সংবাদ
শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পীরগাছায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মনিরামে ওয়াজ মাহফিল রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির কমিটি গঠনে ভোটাভুটি ১৪ জেলায় ৪ হাজার কোটির প্রকল্প, গ্রিডে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎযুক্ত হবে ঠাকুরগাঁও থেকে ফেন্সিডিলসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার নেকমামুদ শিশু নিকেতন কেজি স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রংপুরের গঙ্গাচড়ায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার পীরগাছায় জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে নিহত-আহতের স্মরণে ‘স্মরণসভা’ রংপুরের গঙ্গাচড়ায় ১৮ জুয়াড়িসহ ২০ জন গ্রেপ্তার পীরগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

রংপুরের পীরগাছায় বেগুন চাষ করে লাভবান হচ্ছেন কৃষক

পীরগাছা(রংপুর)প্রতিনিধি
  • আপডেট বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৮১

রংপুরের পীরগাছায় বেগুন চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। দিন দিন চাষের পরিধি বাড়াচ্ছেন তারা। এখানকার উৎপাদিত বেগুন এলাকার চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হচ্ছে।

বছরে অন্য সবজি চাষ করলেও শীত মৌসুমে বেগুন চাষ করেন অনেকেই। আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল ‘তারা বেগুন’ চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন।

লাভের অংকে বেগুন এখন সর্বোচ্চ মুনাফা অর্জনকারী ফসল। অন্য ফসলের পাশাপাশি বেগুন চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা।উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত ছাওলা গ্রামের কৃষক আব্দুল জলিল, তিনি ২৫ শতক জমিতে বেগুন উৎপাদন করে বিক্রি করেন ১ লাখ ৪০ হাজার টাকা। সবজি চাষ করে অন্তত ৮০ হাজার কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়েছে বলে স্থানীয় কৃষিবিদরা জানান। প্রায় প্রতিটি সবজি চাষে কৃষক ব্যাপক স্বাবলম্বী হয়েছেন। বেশী লাভ জনক সবজির মধ্যে অন্যতম একটি হচ্ছে বেগুন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, পীরগাছায় বেগুন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৩২৩ হেক্টর জমি। অর্জন হয়েছে ৩২৫ হেক্টর জমি এবং উৎপাদন হয়েছে ১১ হাজার ১৬৩ মে. টন। পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, ৫ হতে ৬ টাকা, কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১০ হতে ১৫ টাকা।উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত ছাওলা গ্রামে বেগুন চাষি কৃষকদের সাথে কথা হলে তারা জানায়, বেগুন চাষে সফলতার বিস্তারিত। কিশামত ছাওলা গ্রামে ওমর আলী, খালেদুল, জাহাঙ্গীর, মোস্তফা, এরশাদ, কেরামত, নয়া মিয়া ও আব্দুল জলিলসহ অনেকেই বেগুন চাষ করেছেন।

Add

বিজ্ঞাপন

উপজেলার কিসামত ছাওলা গ্রামের আদর্শ কৃষক আব্দুল জলিলের সাথে কথা হলে তিনি দৈনিক তিস্তা সংবাদ পত্রিকা কে বলেন, গত বছরের শ্রাবণ-ভাদ্র মাসে ২৫ শতক জমিতে লাল তীর কোম্পানির হাইব্রিড জাতের পারপোলকিং বেগুন লাগিয়েছি। শুরুর দিকে ৫২.৫০ টাকা কেজি দরে বেগুন পাইকারি বিক্রি করেছি। এ যাবত আমি নিজেই বিক্রি করেছি ১ লাখ ৪০ হাজার টাকা। প্রায় ৪০ বছর থেকে বেগুন চাষ করি। বর্তমানেও তার জমিতে বেগুন, শসা, লাউ, ডাটা ও পাট শাক আছে। তিনি আরোও বলেন, উৎপাদিত বিভিন্ন সবজি বিক্রি করে প্রায় ৮০ শতক জমি ক্রয় করেছেন। ছেলে-মেয়েদেরকে লেখা-পড়া করিয়েছেন, বাড়ী-ঘর করেছেন।

পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, বর্তমানে আলুসহ বিভিন্ন ধরনের সবজি বাজারে বেশি বেশি আসার কারনে বেগুনের দাম একটু কম হলেও কৃষক লাভবান হচ্ছে। বেগুন যেহেতু একবারে নষ্ট হয়না, দীর্ঘদিন যাবত উঠানো যায়।গত একমাস ধরে বাজারে বিক্রি হচ্ছে এখানকার উৎপাদিত বেগুন। এখনো পর্যন্ত দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে ফুটে ওঠেছে হাসি।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা নিউজ.কম
Theme Customization By NewsSun