মোঃসইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার অন্যতম উপজেলা দেবীগঞ্জ। আজ ৮ জুলাই সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ রসূল বকস মানিক ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম ৫১ সদস্য বিশিষ্ট দেবীগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেন। মোঃ মঞ্জুরুল ইসলাম মনু কে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলম সাদ্দাম কে সাধারণ সম্পাদক ও মোঃ নয়ন রহমান কে দপ্তর সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি, মোঃ মনছুর আলী, যোগাযোগ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, অর্থ সম্পাদক মমিনুল ইসলাম প্রমূখ।
নতুন কমিটির সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম মনু তার অনুভূতিতে বলেন, আমাকে যে গুরু দায়িত্ব দেয়া হয়েছে জেলা কমিটির সকল নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে এবং আমার উপজেলার সকল সদস্যের সাথে পরামর্শের মাধ্যমে সবুজ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়ন করব।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সাদ্দাম তার অনুভূতিতে বলেন, দেবীগঞ্জ উপজেলা বিভিন্ন কারণে পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। আশা করি সকলের সহযোগিতার মাধ্যমে আমরা জনগণের জন্য কাজ করব।