মোঃসইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে কদম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার।
আজ( শনিবার ১৭ জুলাই) সকাল সাড়ে ৮ ঘটিকার সময় আটোয়ারী উপজেলার ০৪ নং রাধানগর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের কিসমত দাপ বদ্ধ দীঘি সংলঙ্গ গুরুস্তানের উত্তর পাশে কদম গাছে ডালে ঝুলন্ত অবস্থায় মোঃরাজু ইসলাম (৪৫)নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
সরজমিনে গিয়ে তদন্ত করে স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রাজু ইসলাম বড়দাপ গ্রামের মৃত তফিল উদ্দিনের পুত্র।
এ ব্যাপারে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন , মৃত রাজু ইসলাম ভোর অনুমানিক ০৫থেকে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হয়ে যায়।
পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পূর্ব পাশের একটি কদম গাছের ডালে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
রাজু ইসলাম সাংসারিক ভাবে অভাব-অনটনের কারণে ঋণ গ্রস্ত ছিল ।
আত্মহত্যার কারণ জানা গেলেও পারিবারিকভাবে দাবি করা হয় রাজু ঋণগ্রস্ত থাকায় এই পথ বেছে নিতে পারে।