সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”র আওতায় অনুদান বিতরণ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় এ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের।

এসময় সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড.আবু জাফর মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাণিজসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড.মো. আবু সুফিয়ান, লাইভস্ট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. বিবেক চন্দ্র রায়, অধ্যক্ষ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্প পরিচালক ড.অসীম কুমার দাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, জেলা দুগ্ধ খামার প্রকল্পের উপপরিচালক শহিদুল ইসলাম, হবিগঞ্জ জেলা মৎস কর্মকর্তা শরিফুল আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সচিব আবু তাহের মোহাম্মদ জাবের বলেন, গ্রাম পর্যায়ে প্রাণিসম্পদ সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে সরকার ইউনিয়ন প্রাণিসম্পদ সেবা কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করেছে। যার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী সহজেই ভেটেরিনারি সেবা, প্রশিক্ষণ ও পরামর্শ পাবে। এই প্রকল্প গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে প্রকল্পের আওতায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে অনুদান হিসেবে প্রত্যেক পরিবারকে ২টি করে ছাগল, ৫০ কেজি ছাগলের খাদ্য, ৫টি প্লাস্টিক ফ্লোরম্যাট, ৪টি খুঁটি ও ২টি করে ঢেউটিন বিতরণ করা হয়।

 

Share.
Leave A Reply

Exit mobile version