ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার গ্রীণ ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, প্রফেসর শিহাব উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর মনিরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শহিদ ওসমান হাদী যে ন্যায়বিচার, ইনসাফ ও শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই আদর্শকে ধারণ করেই ছাত্রসমাজকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে কোনো ধরনের বিদেশি আধিপত্য, বিশেষ করে ভারতীয় আধিপত্য মেনে নেওয়া হবে না এবং দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরে শহীদ শরিফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version