বহু বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতাকর্মীর পাশাপাশি তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান।

জামায়েতর আমির ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম’ শুভেচ্ছা বার্তা লিখে  পোস্ট করেছেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে সেখান থেকে নিরাপত্তা বেষ্টিত বিশেষ বাসে করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ফিট সড়কে)  দলের আয়োজিত সমাবেশস্থলে যোগদান করেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version