বহুবছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নেতাকর্মীদের নিয়ে গণসংবর্ধনায় যোগদান করেন দিপু ভূঁইয়া।
নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের লক্ষাধিক নেতাকর্মী মিছিল নিয়ে পূর্বাচলে উপস্থিত হন দিপু ভূঁইয়া। রূপগঞ্জের সীমান্ত এলাকায় গণসংবর্ধনা হওয়ায় গত কয়েক দিন যাবৎ ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছেন দিপু।
মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, আজকের দিনটি আমাদের জন্য ঈদের মত আনন্দের দিন। আমাদের নেতা দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন। তারেক রহমান বীরের বেশেই ফিরেছেন। আমাদের নেতাকে আজ বরণ করে নেব।
এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ জেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের শীর্ষ নেতারা নেতাকর্মীদের নিয়ে দিপু ভূঁইয়ার নেতৃত্বে গণসংবর্ধনায় যোগদান করেন।
এর আগে বুধবার রাত থেকেই রূপগঞ্জের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা নির্ধারিত স্থানে এসে অবস্থান নিতে থাকেন। বৃহস্পতিবার সকাল দশটার পর নেতাকর্মীদের নিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে উপস্থিত হন দিপু ভূঁইয়া। এ সময় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি রূপগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামের সাধারণ মানুষ দিপুর সঙ্গে পূর্বাচলে ছুটে আসেন।

