নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিনজন স্বর্ণ  ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদলের হামলায় ৪ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।  রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় সুজন (২৬) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুজন উপজেলার আগুয়ান্দী গ্রামের হোসেনের ছেলে এবং তার নামে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

পুলিশ ও বাড়ির মালিক সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ২ টা থেকে পৌনে ৩টা পর্যন্ত ডাকাতদল তাদের তান্ডব চালায়। তারা প্রতিটি বাড়ির কেচি গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিতে থাকে। এসময় ডাকাতদল ব্যবসায়ী দয়াল রায়ের ঘর থেকে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, নগদ ১০ হাজার টাকা, রাজন রায়ের ঘর থেকে ৬ ভরি ওজনের স্বর্ণালংকার, ৫ ভরি রুপা এবং ৬০ হাজার টাকা এবং সুজন রায়ের ঘর থেকে ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ১০০ ভরি রুপা এবং নগদ ৩ লাখ টাকা লুটে নেয়।

এ সময় পরিবারের লোকজন ডাক চিৎকার করলে ডাকাত দল ধারালো দা দিয়ে কুপিয়ে সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী হারাধন রায়ের ছেলে দয়াল রায়, তার ভাগ্নি রাজন রায় এবং ভাগ্নী জামাতা সুজন রায় ও প্রতিবেশী সিয়ামকে পিটিয়ে গুরুত্বর জখম করে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো.আলাউদ্দিন  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।

Share.
Leave A Reply

Exit mobile version