নওগাঁ: নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর অবৈধভাবে বিক্রিতে লক্ষ লক্ষ টাকা বানিজ্যের অভিযোগ ওঠেছে। উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দাহাকান্দি এলাকায় আশ্রয়ন প্রকল্পের সভাপতি আতোয়ার মন্ডল ও তার স্ত্রী রেহেনা পারভীনের বিরুদ্ধে রয়েছে এমন অভিযোগ। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার দেখা গেছে।
অভিযোগ থেকে জানাযায়, কাগজে-কলমে প্রকল্পের সভাপতি আতোয়ার মন্ডল কিন্তু প্রকল্পের সকল ক্ষমতা ও প্রভাব বিস্তার করেন সভাপতির স্ত্রী রেহেনা। তিনি ক্ষমতার অপব্যবহার করে অর্থের বিনিময়ে বেআইনি ভাবে সরকারি ঘর বিক্রি করেছেন। সম্প্রতি সবদুলপুর গ্রামের শাপলা বেগমের কাছে ১ লক্ষ ২৫ হাজার টাকার বিনিময়ে আশ্রয়ন প্রকল্পের ১টি ঘর বিক্রি করেন সভাপতির স্ত্রী রেহেনা পারভিন।
স্থানীয়রা বলেন, হতদরিদ্র ভুমিহীন মানুষদের জন্য সরকারিভাবে বরাদ্দ দেয়া হয় আশ্রয়ন প্রকল্পের ঘর। অথচ এসকল গরিবের ঘর বিক্রি করেও অসাধু ব্যক্তিরা ফায়দা লুটে। এ বিষয়ে প্রশাসনিক কঠোর বিচার দাবী করেন তারা।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সভাপতির স্ত্রী রেহেনা পারভিন ঘর বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, তিনি এক লক্ষ পঁচিশ হাজার টাকার বিনিময়ে ঘরটি বিক্রি করেছেন। তবে সভাপতি মো. আতোয়ার মন্ডলের মন্তব্য পাওয়া যায়নি।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির সঙ্গে মুটোফনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে পাওয়া যায়নি।
এসএম


